শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিদ্যালয়ের মাটি কেটে নিলেন প্রধান শিক্ষক

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ১৮:৩৯

কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয় প্রাঙ্গণের মাটি কেটে নেওয়ায় এলাকায় তোলপাড় চলছে। উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা খন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই প্রধান শিক্ষকের নাম হাফিজুর রহমান। নিজের নিচু জমি মাটি দিয়ে ভরাট করতে তার এই উদ্যোগ। এখানেই শেষ নয়, বিদ্যালয়ের মাঠের বটগাছটিও কেটে ফেলার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

সরেজমিনে, শুক্রবার স্কুল বন্ধের দিন সকাল সাড়ে ৮টায় ও শনিবার একই সময়ে শ্রমিক দিয়ে স্কুলে মাঠের মাটি কাটিয়েছেন প্রধান শিক্ষক। স্কুলের শিক্ষকসহ অভিভাবকরা প্রতিবাদ করেও কোনো ফল হয়নি। 

প্রধান শিক্ষক হাফিজুর রহমান বলেন, এই মাঠ আমাদের বাপ-দাদার। তারা এই জমি দান করেছেন। নিজের প্রয়োজনে মাটি কেটে নিচ্ছি। 

ফুলবাড়ী উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার হৃদয় রঞ্জন বর্মণ জানান, খবর পাওয়ার পর মাটি কাটার কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
 
ফুলবাড়ী উপজেলার নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল করিম জানিয়েছেন, তদন্ত সাপেক্ষে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এসি