মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কোদালে দিয়ে ছাত্রী পেটালেন অধ্যক্ষ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ১৯:২৪

দুই ছাত্রীকে কোদাল দিয়ে পেটানোর ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। সুনামগঞ্জের জয়নগর বাজারে এই প্রতিবাদ কর্মসূচি পালন করে মঈনুল হক কলেজের শিক্ষার্থীরা। 

রবিবার দুপুরে মিছিলটি ক্যাম্পাস ঘুরে জয়নগর বাজারে এসে প্রতিবাদ সভার মধ্য দিয়ে শেষ হয়। 

ক্ষুব্ধ শিক্ষার্থী অধ্যক্ষ মতিউর রহমান ও তার স্ত্রী উপাধ্যক্ষ আফরোজা পারভিনের পদত্যাগ দাবি করেন। কলেজ বাঁচাতে অবিলম্বে তাদের অপসারণের আহ্বান জানান শিক্ষার্থীরা।

প্রতিবাদ সভায় কলেজের সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করেন, নিজের ইচ্ছেমতো পরিচালনা কমিটি করে স্বৈরতান্ত্রিক উপায়ে কলেজ পরিচালনা করছেন অধ্যক্ষ মতিউর রহমান ও তার স্ত্রী উপাধ্যক্ষ আফরোজা পারভিন।

শিক্ষার্থীরা জানান, গত শনিবার অকৃতকার্য এইচএসসির দুই ছাত্রী তাসলিমা খানম ও নাঈমা আক্তার নির্বাচনী পরীক্ষায় সুযোগ দেওয়ার জন্য অধ্যক্ষের পা ধরে অনুরোধ জানান। অধ্যক্ষ তাদের প্রথমে লাথি দিয়ে ফেলে দেন। পরে কোদালের হাতল দিয়ে বেধড়ক পেটান।

এ ব্যাপারে জানতে অধ্যক্ষ মতিউর রহমানকে ফোন দিলে তার স্ত্রী ফোন রিসিভ করে বলেন তিনি বাইরে আছেন।

ইত্তেফাক/জেডএইচ