শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সিটি নির্বাচনের সময় পরিবর্তনের আহ্বান ডাকসুর

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ১৩:৫১

ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পুনর্বিবেচনা করে তারিখ পরিবর্তন করার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। স্বরসতী পূজা এবং নির্বাচনের তারিখ একই সময়ে হওয়ায় নির্বাচন কমিশনের প্রতি এ আহ্বান জানানো হয়েছে।

শনিবার ডাকসুর সহসম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন : আজও সূর্যের দেখা নাও মিলতে পারে

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শহীদের রক্তস্নাত মুক্তিযুদ্ধের অঙ্গীকারের বাংলাদেশ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নৈতিক অঙ্গীকার। এর মধ্যে অন্যতম প্রধান উপজীব্য ধর্ম যার যার, উৎসব সবার। মুক্তিযুদ্ধের চেতনার জীবন্ত আর্কাইভ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে  অংশগ্রহণে উৎসব মূখর পরিবেশে স্বরসতী পূজা পালিত হয়। আগামী ৩০ জানুয়ারি নির্বাচন কমিশন কর্তৃক ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। একই দিনে পূজা ও নির্বাচনের তারিখ নির্ধারিত হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব মুখরতায় বিঘ্ন ঘটা ও নির্বাচন কর্মকাণ্ড সমস্যাকূল হওয়ার আশঙ্কা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রগতিশীল ছাত্র সমাজ এর একটি সুস্পষ্ট, সামঞ্জস্যপূর্ণ ও সুন্দর সমাধান চায়। শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন কমিশনের প্রতি নির্বাচনের তারিখ পুনর্বিবেচনার  আহ্বান জানাচ্ছে।

ইত্তেফাক/এমআরএম