শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষায় খুবি শিক্ষক সমিতির মানববন্ধন

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ১৮:১৪

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষায় শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. সারওয়ার জাহান বলেন, উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান দীর্ঘদিন ধরে এ বিশ্ববিদ্যালয়ে আছেন। আমরা তার সঙ্গে বিভিন্ন ফোরামে কাজ করছি; ফেসবুকে তার বিরুদ্ধে যেভাব উল্লেখ করা হয়েছে তিনি এমন মানসিকতা লালন করেন না বলেই আমাদের বিশ্বাস।

এদিকে সমিতির সাধারণ সম্পাদক ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন বলেন, আমরা শিক্ষার্থীর সমস্যা অগ্রাধিকার দিয়ে বিবেচনায় নিয়েই কাজ করি। আমরা তাদের উত্থাপিত কতিপয় দাবি নিয়ে কাজ করছি। উদ্দেশ্যমূলকভাবে কেউ বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীল পরিবেশ নষ্ট করতে চাইলে আমরা তার নিন্দা জানাই।

উল্লেখ্য, গত ৬ জানুয়ারি এক নারী প্রার্থী উপাচার্যের বিরুদ্ধে শিক্ষক নিয়োগের ভাইভা বোর্ডে বিব্রতকর প্রশ্ন করার অভিযোগ করেন।

ইত্তেফাক/বিএএফ