বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাকৃবিতে ছাত্র নিপীড়নের ঘটনায় তদন্ত কমিটি গঠন

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ১৩:৫৪

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ঈশা খাঁ হলে ছাত্র নিপীড়নের ঘটনায় দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বুধবার ওই হলের প্রভোস্ট অধ্যাপক ড. আশরাফুল হক স্বাক্ষরিত এক আদেশনামায় এ কথা জানানো হয়।

তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে ওই হলের হাউজ টিউটর জয়ন্ত কর্মকার ও সদস্য হিসেবে আরেক হাউজ টিউটর মো. মাসুদ রানাকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ৫ (পাঁচ) কর্মদিবসের মধ্যে রিপোর্ট জমা দেয়ার জন্য বলা হয়েছে। আদেশনামায় বলা হয়েছে, গত ২৭ জানুয়ারি রাত ১০ টা থেকে ১২ টা পর্যন্ত ঈশা খাঁ হলের পশ্চিম ভবনের দ্বিতীয় তলায় টিভি রুমে প্রথম বর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) ছাত্র নিপীড়নের ঘটনা প্রতীয়মান হয়েছে। প্রকৃত ঘটনা অনুসন্ধান করে জড়িতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য ওই তদন্ত কমিটিকে নির্দেশ দেয়া হয়েছে।

প্রক্টর অধ্যপক ড. মো. আজহারুল হক বলেন, আবাসিক হলগুলোতে ছাত্র নির্যাতন প্রতিরোধে ছাত্রবিষয়ক উপদেষ্টার নেতৃত্বে টাস্কফোর্স গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্র নির্যাতন প্রতিরোধে অভিযান অব্যহত থাকবে।

ইত্তেফাক/আরকেজি