শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

খুবির পরিবহনপুলে নতুন গাড়ির চলাচল কার্যক্রমের উদ্বোধন

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ০২:৩১

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষকদের যাতায়াতের সুবিধার জন্য বিশ্ববিদ্যালয় পরিবহনপুলে নতুন দুইটি গাড়ির চলাচল কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকেলে শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সামনে খুবির উপাচার্য প্রফেসর  ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান ফিতা কেটে এই নতুন দুইটি গাড়ির  চলাচল কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, বিভাগীয় প্রধানসহ পরিবহন পুলের পরিচালক ও পুলের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : রাবিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তির সময় বৃদ্ধি

উল্লেখ্য, গাড়ি দুইটির মধ্যে রয়েছে একটি  মাইক্রোবাস এবং একটি মিনিবাস।

ইত্তেফাক/এমআরএম