শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হাটের দিন তাই বিদ্যালয় ছুটি

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৫

সাপ্তাহিক হাটের দিন তাই বিদ্যালয় ছুটি দিয়ে বাড়ি চলে গেলেন শিক্ষক। এমন অভিযোগ পাওয়া গেছে নেত্রকোনার মদন উপজেলার মাঘান ইউনিয়নের কাতলা হাজী চমক আলী ভুঁইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। জানা গেলো, শুধু আজকেই নয় প্রতি মঙ্গলবার ঘটে চলেছে এমন ঘটনা।

সরেজমিনে মঙ্গলবার দুপুর ১টায় বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ কাউকে পাওয়া যায়নি। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে সহকারী শিক্ষক কামাল গণি পাশের বাড়ি থেকে বিদ্যালয়ে ছুটে এলেন। শিক্ষক-শিক্ষার্থীর অনুপস্থিতির বিষয়টি জানতে চাইলে তিনি জানান, এলাকায় মঙ্গলবার সাপ্তাহিক হাট থাকায় নির্দিষ্ট সময়ের আগেই ছুটি দেওয়া হয়। বিদ্যালয়ে চারজন শিক্ষক ও  ১৩৫ জন শিক্ষার্থী রয়েছে। আজ ৫০ জন শিক্ষার্থীসহ আমি উপস্থিত ছিলাম। একজন শিক্ষক অসুস্থতার কারণে ছুটিতে থাকলেও প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নজরুল ইসলামের অনুপস্থিতির বিষয়টি তিনি এড়িয়ে যান। 

এলাকার একাধিক অভিভাবক জানান, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সবুজ নিয়মিত বিদ্যালয়ে আসেন না। অন্য শিক্ষকদেরও একই অবস্থা। বিদ্যালয়টির ব্যাপারে আরও আন্তরিক হওয়া উচিত।

আরও পড়ুন: অনুমোদনের দাবিতে ইতিহাস বিভাগের গণস্বাক্ষর ও বিক্ষোভ

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হামিদ ভূঁইয়া জানান, আমি উপজেলা সদরে থাকি। মাঝে মধ্যে বিদ্যালয়ে যাই। 

প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সবুজের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুজাহিদুল ইসলাম জানান, দুপুরে কেন ছুটি দেওয়ার বিষয়টি প্রধান শিক্ষকের কাছে জেনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  

ইত্তেফাক/এসি