বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অসহায় মানুষের পাশে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ

আপডেট : ২৭ মার্চ ২০২০, ২২:২৪

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে বাংলাদেশের অফিস আদালতসহ প্রায় সব কিছুই গতকাল বৃহস্পতিবার থেকে বন্ধ রাখা হয়েছে। সেই সঙ্গে বন্ধ হয়ে গেছে গণপরিবহন চলাচল।

ফলে কর্মহীন হয়ে পড়েছে ঢাকার খেটে খাওয়া মানুষগুলো। এ অবস্থায় এসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ।

শুক্রবার দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানের নেতৃত্বে আরামবাগ ও রামপুরা এলাকায় অসহায় খেটে খাওয়া মানুষদের মাঝে চাল-ডাল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করতে দেখা যায়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে মেহেদী হাসান বলেন, করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতির ফলে খেটে-খাওয়া মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এসব মানুষের কথা ভাবেন, এ জন্য তিনি বরাদ্দও দিয়েছেন। তাই তাদের জন্য আমাদের এই সামান্য আয়োজন। 

তিনি আরও বলেন, ছাত্রলীগ জাতির যেকোনো দুর্যোগে জনগণের পাশে ছিল, আগামী দিনেও থাকবে। আমরা আশা করি এই দুর্যোগের সময়ে সমাজে বিত্তবান ও উঁচু শ্রেণির মানুষগুলোও এগিয়ে আসবে।

 

ইত্তেফাক/আরআই