শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনা মোকাবেলায় চবিতে কাজ করবে 'ইমারজেন্সি রেসপন্স টিম'

আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ২০:৫২

করোনা ভাইরাসের কারণে আশঙ্কাজনক অবস্থার সৃষ্টি হলে তা মোকাবেলায় একটি 'ইমারজেন্সি রেসপন্স টিম' গঠন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রশাসন। বুধবার বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসানের সভাপতিত্বে উপাচার্যের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এই টিম গঠন করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এ কমিটির পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসানকে কমিটির আহ্বায়ক ও চীফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়বকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক এসএম মনিরুল হাসান দৈনিক ইত্তেফাককে বলেন, 'করোনার কারণে কোনো খারাপ পরিস্থিতি তৈরি হলে তা মোকাবেলায় এই ভলেন্টিয়ার টিম কাজ করবে। এই কমিটির সদস্য হিসেবে থাকবেন প্রক্টরিয়াল বডির সদস্য বৃন্দ, বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তারবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার সমিতি এবং কর্মচারী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।'

এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এ প্রতিবেদককে জানান, 'আমাদের এই টিম যে কোনো পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় পরিবারের যে কারো সাহায্যে এগিয়ে যাবে। হোন তিনি শিক্ষক, ছাত্র, কর্মকর্তা বা কর্মচারী।'

ইত্তেফাক/আরএ