বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

খুবি শিক্ষার্থীদের দাবিতে ৫৫ শতাংশ মেস ভাড়া মওকুফের সিদ্ধান্ত

আপডেট : ০৪ জুলাই ২০২০, ২০:৪৩

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের দাবিতে ৫৫ শতাংশ মেস ভাড়া মওকুফ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেস মালিকেরা। শুক্রবার (৩জুলাই) পুলিশের হস্তক্ষেপে মালিকপক্ষ ও শিক্ষার্থীদের মধ্যে সমঝোতার মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের হল রোড সংলগ্ন ইসলাম নগর এবং খানজাহান নগর এলাকার সকল বাসা ও ছাত্রাবাসের শিক্ষার্থীদের গত এপ্রিল মাস থেকে করোনা মহামারি যতদিন চলবে, ততদিন পূর্বের ভাড়ার ৪৫ শতাংশের সাথে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে।

এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে শিক্ষার্থীরা অন্যান্য এলাকার মেস মালিকদের একইরকম মানবিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আরো পড়ুন: করোনা উপসর্গে বৃদ্ধের মৃত্যু, অবহেলার অভিযোগে চিকিৎসক লাঞ্ছিত

ভাড়া কমানোর দাবি করায় এক শিক্ষার্থীকে মেস ছাড়তে বাধ্য করে মেস মালিক। এ ঘটনায় গত ১ জুলাই তিনি নগরীর হরিণটানা থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর থানার মাধ্যমে এসব মিটমাট করা হয়।

হরিণটানা থানার ওসি মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এএএম