শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ছাত্রদলের কমিটি : জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বুয়েট

আপডেট : ২৫ জুলাই ২০২০, ২০:৪৫

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ছাত্রকল্যাণ পরিদপ্তরের অনুমোদিত ক্লাব ব্যতীত ছাত্রদের অন্য যে কোন সংগঠনের কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিষিদ্ধ। 

উল্লেখ্য, আবরার ফাহাদ-এর হত্যার পরবর্তী সময়ে ছাত্রদের দাবি অনুসারে গত ১১ অক্টোবর ২০১৯ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য নিজ ক্ষমতাবলে বুয়েটের সকল রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ করেন। এমত অবস্থায় শুক্রবার (২৪ জুলাই ২০২০) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় দফতর সম্পাদক (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুয়েট ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এসেছে।

আরো পড়ুন : সোমবার আসছে ভারতের ১০ ব্রডগেজ রেল ইঞ্জিন 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান আইন অনুসারে রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করা শাস্তিযোগ্য অপরাধ। যথানিয়ম অনুসরণ করে নিয়ম শৃঙ্খলা পরিপন্থী  কার্যকলাপে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ বিজ্ঞপ্তি


ইত্তেফাক/ইউবি