শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নোবিপ্রবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ১৫:২৩

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের মূলফটকে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. ফারুক উদ্দিন। 

এ সময় তিনি বঙ্গবন্ধুর রাজনৈতিক বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, হলের প্রভোস্ট, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ ও স্বাধীনতা শিক্ষক পরিষদ, অফিসার্স এসোসিয়েশনের নেতারা এবং কর্মচারীদের সংগঠন ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

আরও পড়ুনঃ আগামী সপ্তাহে সংরক্ষিত নারী আসনের তফসিল।

এ সময় সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়দ আতিকুল ইসলাম, রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক, শিক্ষক সমিতির সভাপতি ড. মো. গাজী মহসীন, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান  প্রমুখ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু