শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বেওয়ারিশ কুকুর নিধনের প্রতিবাদে শেকৃবিতে মানববন্ধন

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৯

'অমানবিক নিধন নয়, মানবিক সমাধান চাই' স্লোগান নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় বেওয়ারিশ কুকুর নিধন ও অপসারণের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন করেছে শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।
 
বিশ্ববিদ্যালয়ের প্রাণীপ্রেমীদের সংগঠন 'এনিম্যাল ওয়েলফেয়ার সোসাইটি সাউ' এর আয়োজনে সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন কলেজ গেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানব বন্ধনে বক্তারা বলেন, 'বন্ধ্যাত্বকরণের মাধ্যমেই কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ করা যায়। তাই কুকুর নিধন কিংবা অপসারণের উদ্যোগ যৌক্তিক নয়। কুকুর সরিয়ে নেওয়া বা মেরে ফেলা প্রাণী অধিকারের চূড়ান্ত লংঘন। কুকুর নিধন করে পরিবেশের ভারসাম্য বজায় রাখা সম্ভব নয়। বর্জ্য ব্যবস্থাপনায় কুকুরের ভূমিকা রয়েছে। কুকুর মেরে ফেলা কখনো মানবিক সিদ্ধান্ত হতে পারে না। বন্ধ্যাত্বকরণ প্রকল্প শুরু করলে সব সমস্যার সমাধান হয়।'

মানববন্ধনে শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের মেডিসিন এন্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. কেবিএম সাইফুল ইসলাম; মাইক্রোবায়োলজি এন্ড প্যারাসাইটোলজি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. উদয় কুমার মহন্ত; এনিম্যাল নিউট্রেশন, জেনেটিকস এন্ড ব্রিডিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. লাম ইয়া আসাদ; এনাটমি, হিস্টোলজি এন্ড ফিজিওলজি বিভাগের প্রভাষক ডা. সুজন কুমার;  মেডিসিন এন্ড পাবলিক হেলথ বিভাগের প্রভাষক ডা. মো. দেলওয়ার হোসেন; এবং ফিসারিজ, একোয়াকালচার এন্ড মেরিন সায়েন্স অনুষদের প্রভাষক মীর মুহাম্মদ আলী।

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি এলাকার প্রায় ৬০ হাজার কুকুর থেকে অর্ধেক সংখ্যক বেওয়ারিশ কুকুর ধাপে ধাপে বাইরে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিল ডিএসসিসি।

ইত্তেফাক/এএম