শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাবির সকল বর্ষের ভর্তি প্রক্রিয়া অনলাইনে

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ১৭:৪৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সকল বর্ষে অনলাইনে ভর্তির প্রক্রিয়া চালুর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের ‘অনলাইন এডমিশন সিস্টেম’ পরিসেবার মাধ্যমে প্রক্রিয়াটি চালু করা হবে। 

সোমবার (১২ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এর আগে কেবলমাত্র প্রথম বর্ষের শিক্ষার্থীরা অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারতেন। অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা এই সেবাটি পেতেন না। শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে সকল বর্ষে অনলাইনে ভর্তির কার্যক্রম প্রক্রিয়া চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রক্রিয়াটি চলমান রয়েছে। প্রক্রিয়াটি বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা ঘরে বসে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।  

বিশ্ববিদ্যালয়ের আইসিটি কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. বাবুল ইসলাম প্রক্রিয়াটি সম্পর্কে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর নিজস্ব আইডি রয়েছে। সেখানে লগইন করে প্রয়োজনীয় তথ্য দিয়ে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ঘরে বসে খুব সহজে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। যার ফলে শিক্ষার্থীকে আর ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে টাকা জমা দিতে হবে না।

ইত্তেফাক/এমএএম