শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জবি থেকে শাহবাগ পর্যন্ত পথনাট্য

আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ১৬:০১

নিপীড়িত মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে সকল প্রকার অন্যায়, নিপীড়ন, অনাচারের বিরুদ্ধে ‘নরকের কান্না’ নামক নাট্য পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চ পরিষদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে এ নাট্য পদযাত্রা শুরু হয়ে শাহবাগ গিয়ে শেষ হয়।

নাটকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চ পরিষদের সভাপতি নাঈম রাজ, যুগ্ম সম্পাদক কপোতাক্ষ সিঞ্চি, মাহবুবুর রহমান, সাইফ শাহীন  সৌমিক বোস, অর্ক রুদ্র, রেহনুমা নুরেন, তৌফিক মেসবাহসহ আরো অনেকে অংশগ্রহণ করেন। নির্দেশনা ও সার্বিক পরিকল্পনায় ছিলেম নাঈম রাজ।

নাটক নির্মাণ সম্পর্কে নাঈম রাজ বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজ ভয়াবহ রোগে আক্রান্ত। মানুষের মধ্যে ভয়ংকর রকমের মানবিক অবক্ষয় দেখা দিয়েছে। চারদিকে ধর্ষণের মহামারি ছড়িয়ে পড়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে মায়ের কোলের চার বছরের শিশু, সত্তর বছরের বৃদ্ধা কিংবা সদ্যবিবাহিত নারী বর্তমান সমাজে কারো কোন নিরাপত্তা নাই। বিচার হীনতা এবং দুর্বল আইনের কারণে ধর্ষকেরা বা  যৌন নিপীড়কেরা পার পেয়ে যাচ্ছে। নিপীড়কদের বিরুদ্ধে সামাজিক ভাবেই প্রতিরোধ গড়ে তুলতে আমাদের এই পরিবেশনা।

ইত্তেফাক/এসআই