শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

লং মার্চে হামলার অভিযোগ, ছাত্র অধিকার পরিষদের প্রতিবাদ

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ০০:১৩

ফেনীতে ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে আয়োজিত লং মার্চে সন্ত্রাসী হামলার অভিযোগ করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের একাংশ। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে এ পি এম সুহেল ও ইসমাইল সম্রাটের নেতৃত্বে ঘোষিত সংগঠনটি।

সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিবৃতিতে বলা হয়, একের পর এক ধর্ষণের ঘটনায় সারাদেশে যেখানে উদ্বিগ্ন, সেখানে ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ নামক ব্যানারে ঢাকা হতে নোয়াখালী অভিমুখে লং মার্চটিতে হামলা চালায় সন্ত্রাসীরা।

সংগঠনটির অভিযোগ, যাত্রাপথে শনিবার ফেনীতে সমাবেশ করলে সেখানে হামলা করে সন্ত্রাসীরা। এতে অনেকেই গুরুতর আহত হয়।

আরও পড়ুন: ভারতে করোনা ভাইরাসের কোন পরিবর্তন নেই: গবেষণা

সুহেল-সম্রাট স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই এরকম ন্যক্কার জনক হামলা স্বাধীন বাংলাদেশের জন্য লজ্জাজনক। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে এই ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওয়তায় আনার জোর দাবি জানাচ্ছি। 

ইত্তেফাক/আরআই