শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অনলাইনে ভর্তিতে অনাগ্রহ বড় বিশ্ববিদ্যালয়গুলোর

আপডেট : ২১ অক্টোবর ২০২০, ০০:৪৪

দেশের বড় চার পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারে। 

বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয়গুলো পক্ষ থেকে জানানো হয়েছে, ভর্তি প্রক্রিয়া তারা এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে এ বিষয়ে তারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। 

আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস সভায় নিজস্ব প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে বলে সিদ্ধান্ত হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. এম আব্দুস সোবহান বলেন, আগামী ২৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের সভা আহ্বান করা হয়েছে। ভর্তি পরীক্ষা কোন প্রক্রিয়া হবে সে বিষয়ে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত হবে। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস. এম মনিরুল হাসান বলেন, আমাদের ভর্তিপরীক্ষার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী শনিবার ডিনস কমিটির মিটিং হবে। সেখানে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আমির হোসেন বলেন, 'ভর্তি পরীক্ষা কোন পদ্ধতিতে নেয়া হবে, সেটা এখনো আলোচনা করা হয়নি। তবে শিগগিরই আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।

ইত্তেফাক/কেকে