শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চবির আটকে থাকা পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত

আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ১৮:২৫

করোনা ভাইরাসের কারণে বিভিন্ন বিভাগের মাঝপথে আটকে থাকা পরীক্ষাগুলো সমাপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন। তবে পরীক্ষা চলাকালীন আবাসিক হলগুলো বন্ধ থাকবে।

রবিবার অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরো পড়ুন : জীবননগরে দিন দুপুরে সোনালী ব্যাংকে ডাকাতি

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার  অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, করোনার কারণে আটকে থাকা পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে একটি কমিটি গঠন করতে উপাচার্যকে ক্ষমতা দেয়া হয়েছে। এ সময় আবাসিক হলগুলো খোলা থাকবে না। তবে বিভাগীয় সভাপতিরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সুবিধামতো সময়ে পরীক্ষার রুটিন দিবেন।

ইত্তেফাক/ইউবি