শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বেগম রোকেয়া পদক পাচ্ছেন চবি উপাচার্য

আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ০৩:৩৫

নারীর শিক্ষা, অধিকার, আর্থসামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ এবং পল্লি উন্নয়নে অবদান রাখায় ‘বেগম রোকেয়া পদক-২০২০’ এর জন্য মনোনীত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার। আগামী ৯ ডিসেম্বর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে এই পদক গ্রহণ করবেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, নারী শিক্ষা, নারী অধিকার, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণসহ নারী উন্নয়নে অগ্রগামী ভূমিকা রাখায় উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার বেগম রোকেয়া পদকের জন্য মনোনীত হয়েছেন।

এ বিষয়ে ড. শিরীন আখতার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এ পুরস্কার আমার কাজের গতি আরও বাড়িয়ে দেবে। নারী শিক্ষা, অধিকার, সাহিত্যসহ এ ধরনের বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলাম। এখন আরও সোচ্চার হব।’

প্রতিবছর ৯ ডিসেম্বর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী ‘বেগম রোকেয়া দিবস’ উদযাপন ও ‘বেগম রোকেয়া পদক’ প্রদান করা হয়ে থাকে।

ইত্তেফাক/এসআই