বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পরীক্ষা ছাড়া প্রাথমিক শিক্ষার্থীদের পরের ক্লাসে উন্নীত

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ১৮:১৫

এবার পরীক্ষা ছাড়াই প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীকে পরের ক্লাসে উন্নীত করা হবে। তবে যার যে রোল নম্বর আছে, সেই রোল নিয়েই পরের শ্রেণিতে উঠতে হবে। এ জন্য শিক্ষার্থীদের মূল্যায়ন করবেন নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষকরা। 

সোমবার এমন নির্দেশনা দিয়ে প্রাথমিক শিক্ষার সব বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা/থানা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার এবং প্রধান শিক্ষকদের কাছে চিঠি পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম সংবাদমাধ্যমকে জানান, ১৬ মার্চ পর্যন্ত ক্লাস হয়েছে। টেস্ট হয়েছে। আর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পর সংসদ টিভি, বাংলাদেশ বেতার, অনলাইনে শিক্ষার্থীদের পড়ানো হয়েছে। এসবের রেকর্ড আছে। মহামারির কারণে আনুষ্ঠানিক কোনো পরীক্ষা হবে না। ফলে মূল্যায়নটা শিক্ষকদের ওই রেকর্ড থেকে হবে।

ইত্তেফাক/জেডএইচ