শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মামুনুলের হকের আগমন ঠেকানোর ঘোষণা চবি ছাত্রলীগের, সড়ক অবরোধ

আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ১৮:৩০

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হকের চট্টগ্রামের হাটহাজারিতে আগমন ঠেকানোর ঘোষণা দিয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এ উপলক্ষে শুক্রবার (২৭ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে চবি এক নং গেইটে চট্টগ্রাম -হাটহাজারী সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে তারা। পরে ঘন্টাখানেকের মধ্যে পুলিশ এসে তাদেরকে সরিয়ে দেয়। 

শুক্রবার (২৭ নভেম্বর) মাওলানা মামুনুল হক হাটহাজারি পার্বতী স্কুল মাঠে এক ওয়াজ মাহফিলে আমন্ত্রিত ছিলেন। সন্ধ্যা সোয়া পাঁচটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি ওই মাহফিলে পৌঁছান নি। 

আরো পড়ুনঃ বাউফলে স্লুইচ গেট বন্ধ করে প্রভাবশালীদের মাছ চাষ

অবরোধের বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, বিতর্কিত বক্তা মামুনুল হককে হাটহাজারিতে প্রতিরোধ করতে সড়কে অবস্থান নিয়েছি। কোনো ভাবেই বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তিকারীকে ছাড় দেওয়া হবে না।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, কিছু ছেলে সড়ক অবরোধ করেছিল। তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, হেফাজত নেতা মাওলানা মামুনুল হক ধোলাইখাল পাড়ে প্রস্তাবিত বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণকে শরীআহ গর্হিত বলে মন্তব্য করেন এবং এই ভাস্কর্য নির্মাণ না করার হুশিয়ারি দেন। ফলে এ বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। সেখান থেকে চবি ছাত্রলীগের ক্ষোভের সূত্রপাত। 


ইত্তেফাক/এমএএম