শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কুবি শিক্ষক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা

আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ২২:৪৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২১ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। 

বুধবার (২ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার ড. এ. কে. এম. রায়হান উদ্দিন, নির্বাচন কমিশনার নকীবুন নবী ও মো: সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত তফসিল সূত্রে এ তথ্য জানা যায়। তফসিল অনুযায়ী ১৩ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

তফসিল সূত্রে জানা যায়, ৩ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে, ৬ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও ৭ ডিসেম্বর মনোনয়নপত্র বিক্রয় শুরু হবে। ৮ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এবং ৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে সকাল সাড়ে নয়টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একইদিন দিন ভোট গ্রহণ শেষে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে।

এর আগে গত ২৯ নভেম্বর শিক্ষক সমিতির কার্যনির্বাহী সভায় ১৩ ডিসেম্বর নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হয় এবং ৩০ নভেম্বর তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। 

ইত্তেফাক/এমএএম