শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঢাবি অধিভুক্ত মেডিক্যালের হোস্টেল খুলে পরীক্ষার নির্দেশনা

আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ০১:২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মেডিক্যাল কলেজগুলোর হোস্টেলে খোলা রেখে পরীক্ষা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন ও পরীক্ষা কমিটির চেয়ারম্যান শাহরিয়ার নবী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। আগামী ২২ ফেব্রুয়ারি মেডিক্যাল কলেজগুলোর প্রথম পেশাগত পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। 

মেডিক্যাল কলেজগুলোর অধ্যক্ষ বরাবর লিখিত চিঠিতে বলা হয়, আপনার প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে ছাত্র-ছাত্রীদের হোস্টেলে রেখে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য বিনীত অনুরোধ করা হলো। 


পরীক্ষার তারিখ নির্ধারণের বিষয় জানিয়ে চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের আওতাধীন সকল মেডিক্যাল কলেজে প্রথম পেশাগত পরীক্ষা ২২ ফেব্রুয়ারি সম্ভাব্য তারিখ নির্ধারণ ও প্রথম পেশাগত পরীক্ষা ২৪ মার্চ সম্ভাব্য তারিখে অনুষ্ঠিত হতে পারে। সকল মেডিক্যাল কলেজকে পরীক্ষা গ্রহণের প্রস্তুতি গ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে। সকলকেই স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিনীত অনুরোধ করা হইল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদভুক্ত মেডিক্যাল কলেজ রয়েছে ৫৬টি। অন্য দিকে নার্সিং কলেজ ও ডেন্টাল কলেজ রয়েছে ৪৯টি।

ইত্তেফাক/এমএএম