শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় শাবি ছাত্রলীগের ধস্তাধস্তি

আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ২১:০৬

১৯৪৮ সালের ৪ জানুয়ারি গঠিত হওয়া বাংলাদেশ ছাত্রলীগের সোমবার (৪ জানুয়ারি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। তবে, পুষ্পস্তবক অর্পণের পূর্বে আয়োজিত শোভাযাত্রায় ধস্তাধস্তিতে জড়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শী সূত্রমতে, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে একটি শোভাযাত্রা বের করে শাবি শাখা ছাত্রলীগ। যেটি বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটির সেন্টার (ইউসি) হয়ে বি-বিল্ডিংয়ের সামনে আসলে, শাবি ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক হাফিজ আল আসাদ শোভাযাত্রার সামনে আসার চেষ্টা করে। এসময় সামনে থাকা নেতাকর্মীরা তাকে বাঁধা দিয়ে ধস্তাধস্তিতে জড়ায়। 

তবে, ধস্তাধস্তির এ ঘটনা দু’পক্ষই অস্বীকার করেন। এ বিষয়ে যুগ্ম-সম্পাদক হাফিজ আল আসাদ বলেন, এ ধরণের কোন ঘটনা আমার সাথেতো ঘটেনি। এমনকি র‌্যালীর সম্পূর্ণ সময় ধরে এ ধরণের কোন ঘটনা ঘটেনি।

সার্বিক বিষয়ে শাবি শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন বলেন, আসাদের সাথে আমাদের কোন ধস্তাধস্তি হয়নি। আমরা ফুল নিয়ে যখন ব্যাক করেছি (ইউসি থেকে) তখন কোন জুনিয়র, কোন সিনিয়র সামনে আসছে এটা নিয়া ঘটছে। আমাদের কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারি যখন কেক কাটছে, উত্তর-দক্ষিণের সভাপতি-সেক্রেটারি যখন ছিল তখনও কী পরিমাণ ঠেলাঠেলি! এগুলো হইরে ভাই। আমাদের সরকার তিন টার্ম ক্ষমতায়। এখন তিনদিন রাজনীতি করেও অনেকে সামনে আসতে চায়।


ইত্তেফাক/এমএএম