শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কুবিতে প্রাতিষ্ঠানিক ই-মেইল কার্যক্রম শুরু

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ১৮:০৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের উচ্চ শিক্ষাবৃত্তি ও গবেষণার সুবিধার্থে প্রাতিষ্ঠানিক ই-মেইল কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল রুমে ই-মেইল কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, প্রকৌশল অনুষদের ডিন মো. তোফায়েল আহমেদ, আইটি সেলের সহকারী ডাটাবেজ প্রোগ্রামার মো. মাসুদুল হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

প্রাতিষ্ঠানিক  ই-মেইল সেবা প্রাপ্তির ব্যাপারে আইটি সেলের সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম বলেন, ই-মেইলের জন্য শিক্ষার্থীদের নির্দিষ্ট ফরমের মাধ্যমে আবেদন করতে হবে। শিক্ষার্থীরা বিভাগ থেকে ফরম সংগ্রহ করতে পারবে বা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে।  ফরম পূরণ করে বিভাগে জমা দিলে বিভাগ আইটি সেলে পাঠাবে।  পরে আইটি সেল শিক্ষার্থীদের ই-মেইল প্রদান করবে।

ইত্তেফাক/এমএএম