শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রোডম্যাপ তৈরি করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি ছাত্র ইউনিয়নের

আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ০৭:৫৭

বিশেষজ্ঞদের মতামত নিয়ে স্বাস্থ্যবিধি মেনে সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে রোডম্যাপ তৈরির দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। এছাড়াও আবাসিক হল খুলে দিয়ে পরীক্ষা নেওয়াসহ আট দফা দাবি জানায় তারা। গতকাল শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ এসব দাবি জানান।

তাদের অন্য দাবিগুলো হলো—করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠানে বেতন ফি মওকুফসহ অ্যাসাইনমেন্টের নামে আদায়কৃত ফি ফেরত দেওয়া, নামে-বেনামে ফি আদায়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, সেশনজট রোধে দ্রুত এইচএসসি পরীক্ষার্থীদের ফল প্রকাশ করাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সেশনজট রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকীকরণ বন্ধ করা, সব বিশ্ববিদ্যালয়ে বাণিজ্যিক কোর্স বন্ধ করা এবং অগ্রাধিকারভিত্তিতে শিক্ষক-শিক্ষার্থীদের বিনা মূল্যে ভ্যাকসিন দেওয়া। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ফয়েজ উল্লাহ বলেন, দীর্ঘ বন্ধে অনেক শিক্ষার্থী শিক্ষার আগ্রহ হারিয়ে ফেলছে। ফলে তাদের আবারও শিক্ষা কার্যক্রমে ফেরত আনা সহজসাধ্য হবে না।

সংবাদ সম্মেলন থেকে কয়েক দফা কর্মসূচি ঘোষণা করা হয়। এগুলো হলো- আগামীকাল ১৮ জানুয়ারি ঢাকায় বিক্ষোভ মিছিল, ২৫ জানুয়ারি সারাদেশে ছাত্র-শিক্ষক অভিভাবক মতবিনিময় সভা করবে সংগঠনটি। এছাড়া তাদের আট দফা দাবির সমর্থনে আগামী ২৭ জানুয়ারি থেকে সারাদেশে গণস্বাক্ষর কর্মসূচি পরিচালনা করবে সংগঠনটি। গণস্বাক্ষর সংগ্রহ শেষে শিক্ষা মন্ত্রণালয় বরাবর স্মারকলিপিও প্রদান করবেন সংগঠনটির নেতৃবৃন্দ।

ইত্তেফাক/এএইচপি