শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনা ভাইরাসে জাবি শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ১২:২৫

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৪৪ ব্যাচের মারুফ হোসেন মিনা নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

জাবি প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের চেয়ারম্যান ড. নুরুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন: করোনা উপসর্গ নিয়ে জাবি শিক্ষকের মৃত্যু

জানা যায়, গত বৃহস্পতিবার প্রচণ্ড পেট ব্যাথার কারণে মারুফ সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে সেখান থেকে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর করোনা পরীক্ষা করা হলে গতকাল তার দেহে করোনা পজিটিভ আসে এবং রাতেই মৃত্যুবরণ করেন।

মারুফ হোসেন মিনা বিশ্ববিদ্যালয়ের কামাল উদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর। পরিবারে চার বোন ও দুই ভাইয়ের মধ্যে বড় ছেলে সে।

ইত্তেফাক/এএএম