বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সুপারিশ

আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ২১:০৮

মার্চের প্রথম সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুলে দেওয়ার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি।

মঙ্গলবার সন্ধ্যায় প্রভোস্ট কমিটির এক সভায় এ সুপারিশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন: শতবর্ষে পা দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রক্টর জানান, স্নাতক চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের খুলে দেওয়ার জন্য সুপারিশ করেছে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি। পরীক্ষা শুরুর উপর নির্ভর করে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার্থীদের হলে উঠানোর ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। এ নিয়ে শিক্ষার্থীদের প্রস্তুতি নিয়ে রাখার জন্য বলেন প্রক্টর। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্টগণ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/জেডএইচ