শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জাবিতে হামলা ঘটনায় অজ্ঞাতনামা ২৫০ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন গেরুয়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অজ্ঞাতনামা ২৫০ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

রবিবার (২১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী (সজল) বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অজ্ঞাতনামা ২৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৫৯।

এর আগে দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এক সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি জানিয়েছে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। এছাড়া শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে মামলা করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা।

আরও পড়ুন: মসজিদে মাইকিং করে জাবি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলা, আহত ৩৫

তাদের অন্য দাবিগুলো হলো, হলের তালা ভেঙে ভেতরে অবস্থানরতদের বিদ্যুৎ ও গ্যাসসহ অন্য মৌলিক সুযোগ-সুবিধা দেওয়া, গেরুয়ায় অবস্থানরত শিক্ষার্থীদের পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাসে ফিরিয়ে আনা, হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার বহন ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দেওয়া।

এদিকে গত শনিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তালা ভেঙে হলে ঢুকলেও ছাত্রীরা ঢুকতে পারেনি। ছাত্রীরা বলেন, সোমবার দুপুর ১২টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন হল খুলে না দিলে আমরা সকল ছাত্রীদের নিয়ে হলে প্রবেশ করব। হলে অবস্থানরত এক ছাত্র বলেন, গত ২৪ ঘণ্টায় হল প্রশাসনের পক্ষ থেকে বিদ্যুৎ ও গ্যাসসহ সব মৌলিক সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে।

হল খোলার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান ইত্তেফাককে বলেন, রাষ্ট্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সিদ্ধান্ত নিতে পারে না। তাই হল খোলার ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে যে সিদ্ধান্ত আসবে সে অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।

 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে গেরুয়ার স্থানীয় লোকজনের সংঘর্ষের জেরে গত শনিবার উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে চার দফা দাবি পেশ করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের দু’টি দাবি মেনে নিলেও রাষ্ট্রীয় বিধিনিষেধ থাকায় শিক্ষার্থীদের হলে ওঠার দাবি মেনে নেয়নি। পরে শিক্ষার্থীরা হলের তালা ভেঙে স্ব স্ব হলে অবস্থান নেন।


ইত্তেফাক/এনএ