শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ফের তালা ভেঙে হলে ঢুকলেন জাবি শিক্ষার্থীরা 

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৪৫

মহামারি করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে বন্ধ থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা।

আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন ছাত্রীরা।

এর আগে, বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের গুরুতর সড়ক ও মেয়েদের হলগুলো প্রদক্ষিণ করে বঙ্গমাতা হলের সামনে এসে শেষ হয়।

হলের তালা ভাঙছে ছাত্রীরা। ছবি: ইত্তেফাক

বিশ্ববিদ্যালয়ের সামিয়া হাসান নামে এক ছাত্রী ইত্তেফাককে বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে প্রায় ৩৫ জন ছাত্রী অবস্থান নিয়েছেন। এরপর আমরা মিছিল নিয়ে ফজিলাতুন্নেছা হলে গিয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করবো। আপাতত এ দুটি হলেই অবস্থান নেবো।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যেহেতু আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ সেকারণে আমরা আর হল ছেড়ে যাবো না।

এদিকে গতকাল রবিবার দিবাগত রাত ১টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের তালা ভেঙে ভিতরে অবস্থানরত ছাত্ররা সোমবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগ না করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মিছিল করছে শিক্ষর্থীরা। ছবি: ইত্তেফাক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে গেরুয়ার স্থানীয় লোকজনের সংঘর্ষের জেরে গত শনিবার উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে তিন দফা দাবি পেশ করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের দুটি দাবি মেনে নিলেও রাষ্ট্রীয় বিধিনিষেধ থাকায় শিক্ষার্থীদের হলে ওঠার দাবি মেনে নেয়নি। পর গত শনিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তালা ভেঙে হলে ঢুকলেও ছাত্রীরা ঢুকতে পারেনি।

ইত্তেফাক/কেকে