শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হল খোলার দাবিতে ঢাবির শহীদুল্লাহ হলে শিক্ষার্থীদের অবস্থান

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৫:০১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ হলে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। সোমবার দুপুর ১২টায়  হলের প্রধান ফটক দিয়ে ঢুকে হলে অবস্থান নেন তারা। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে শিক্ষার্থীরা হল ও ক্যাম্পাস খোলার দাবিতে আন্দোলন শুরু করে। পরে প্রথমে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে গেলে দায়িত্বরত প্রহরীর সাথে শিক্ষার্থীরা কথা বলে। প্রহরী তালা খুলে দিলে শিক্ষার্থীরা হলের গেট দিয়ে প্রবেশ করে। পরে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলেও প্রবেশ করে শিক্ষার্থীরা। 

আন্দোলনকারীরা জানায়, আমরা আমাদের অবস্থানে অনড় থেকে হল খোলার আন্দোলন চালিয়ে যাবো। 

শিক্ষার্থীরা হলে ভেতরে প্রবেশ করে। ছবি: ইত্তেফাক

জানা যায়, সোমবার বেলা সোয়া ১২টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হল গেটে অবস্থান নেয়। পরে ভেতরে প্রবেশ করে এবং হলের মাঠে অবস্থান নেয় এবং কিছু শিক্ষার্থী নিজেদের রুমে যায়। 

একইসঙ্গে হলে অবস্থান নিয়ে সব হল খুলে দেওয়ার দাবিতে স্লোগানও দিচ্ছেন শিক্ষার্থীরা।

হল খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন। ছবি: ইত্তেফাক

শিক্ষার্থীরা বলছেন, করোনা ভাইরাস সংক্রমণের আশংকায় দীর্ঘ প্রায় এক বছর ধরে বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান। এরইমধ্যেই আমাদের মধ্যে তৈরি হয়েছে সেশনজটে পড়ার আশঙ্কা। সেশনজটের অভিশাপ থেকে রক্ষা পেতে বার বার হল খুলে দেওয়ার কথা বললেও প্রশাসন আমাদের কোন কথাই শুনছে না।  

প্রাধ্যক্ষ ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেন, ‘বিষয়টি শুনেছি। প্রক্টরের সঙ্গে কথা বলে সব বিষয় জানাচ্ছি।’

ইত্তেফাক/এএএম