বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

ছবি: সংগৃহীত
স্টাফ রিপোর্টার, রংপুর২১:০৮, ২৩ ফেব্রুয়ারি, ২০২১ | পাঠের সময় : ০.৩ মিনিট
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চলমান সব ব্যাচের পরীক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল সোমবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী প্রশাসক তাবিউর রহমান প্রধান।
তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক -স্নাতকোত্তরসহ সকল ব্যাচের পরীক্ষা কার্যক্রম স্থগিত থাকবে।
ইত্তেফাক/এনএ