শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বশেমুরবিপ্রবি'তে সেশনজট এড়াতে সপ্তাহে ৬ দিন ক্লাশ হবে

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৭:১২

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় সেশনজট এড়াতে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সাপ্তাহিক ছুটি দুই দিনের পরিবর্তে এক দিন করার পরিকল্পনা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দৈনিক ইত্তেফাক বশেমুরবিপ্রবি’র সংবাদদাতাকে এ বিষয়ে   উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব এ কথা বলেন। 
তিনি বলেন, সেশনজট নিরসনে বিশ্ববিদ্যালয় খোলার পরে সপ্তাহে শুধু শুক্রবার বন্ধ রেখে বাকি ৬ দিন ক্লাস করানো হবে। এ নিয়ম অন্য বিশ্ববিদ্যালয় না করলেও শিক্ষার্থীরা চাইলে আমরা চালু করবো এবং ক্লাসের সময় বাড়িয়ে পাঠ্যসূচি শেষ করে দেওয়া হবে। 

ইত্তেফাক/এনএ