শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অর্ধেক জনবল নিয়ে কার্যক্রম চালানোর সিদ্ধান্ত ঢাবির

আপডেট : ৩১ মার্চ ২০২১, ১৮:৪৯

করোনা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে অর্ধেক জনবল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ নির্দেশনা দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. এনামউজ্জামান স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতিতে মাননীয় উপাচার্যের নির্দেশনায় সরকারি প্রজ্ঞাপন বিবেচনায় নিয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে দেয়া নির্দেশনা অনুযায়ী, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ৫০ ভাগ জনবল দ্বারা এক সপ্তাহ করে রোস্টার ভিত্তিতে অফিস পরিচালনা করতে হবে। তবে গর্ভবতী, অসুস্থ ও ৫৫ ঊর্ধ্ব বয়স্ক ব্যক্তিদের বাড়িতে বসে কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। রোস্টারকালীন সময়ে বাসায় অবস্থানরত কর্মকর্তা ও কর্মচারীদের কোন ক্রমেই বাসা থেকে বের না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়াও বিজ্ঞপ্তিতে কর্মকর্তা ও কর্মচারীদের গণপরিবহন ব্যবহার না করে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবহার করতে বলা হয়েছে। 

ইত্তেফাক/এমএএম