শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনা সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের উদ্যোগ

আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ২০:৪৭

দেশব্যাপী ব্যাপকহারে বাড়ছে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ। দৈনিক কোভিড-১৯ শনাক্তের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে দেশের সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ নিয়েছে রাজধানীর বেসরকারি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের জেলা ভিত্তিক শিক্ষার্থীদের সংগঠন 'ডিআইইউয়ান ফ্রম কিশোরগঞ্জ'।

গত ৩ ফেব্রুয়ারি কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণ এবং মুক্তমঞ্চ এলাকায় স্থানীয় মানুষ ও পথচারীদের মাঝে ৫০০- এর অধিক মাস্ক বিতরণ করেছে। জনসাধারণের মাঝে ভাইরাসটির সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে তাদের এ উদ্যোগ।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের ২৫ জন সাবেক ও বর্তমান শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এ বিষয়ে সাবেক শিক্ষার্থী ফারহান আলভী বলেন, বর্তমানে করোনা প্রকোপ আবারো বেড়ে চলেছে। কেবল আমাদের নিজেদের সচেতনতাই পারে এই মহামারি থেকে সবাইকে রক্ষা করতে। তাই সামাজিক দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ গ্রহণ করা।

ইত্তেফাক/টিএ