শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মেডিক্যাল ভর্তি পরীক্ষায় প্রথম মিশোরী মুনমুন

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ২১:০৪

২০২০-২১ শিক্ষাবর্ষে মেডিক্যাল ভর্তি পরীক্ষার মেধা তালিকায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছেন মিশোরী মুনমুন। তিনি পাবনা মেডিক্যাল কলেজ থেকে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের মধ্যে তিনি পেয়েছেন ৮৭ দশমিক ২৫। রবিবার (৪ এপ্রিল) মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশের এ খবর জানা যায়।

মিশোরী পাবনা সরকারি বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক ও পাবনা এডওয়ার্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন। তার বাবার নাম আব্দুল করিম, মায়ের নাম মুসলিমা খাতুন।

এবারের ভর্তি পরীক্ষায় প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন ৪৮ হাজার ৯৭৫ জন। তাদের মধ্যে প্রথম ৪ হাজার ৩৫০ জন পরীক্ষার্থীকে ভর্তির জন্য নির্বাচিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মোট ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন এক লাখ ১৬ হাজার ৭৯২ জন। ৬ হাজার ৮২ জন অনুপস্থিত ছিল। মোট নির্বাচিতদের মধ্যে নারী ২ হাজার ৩৪১ জন আর পুরুষ ২ হাজার ৯ জন। চার হাজার ৩৫০ জনের মধ্যে চলতি শিক্ষাবর্ষ থেকে আছেন তিন হাজার ৯৩৭ জন। আগের শিক্ষাবর্ষ থেকে আছেন ৪১৩ জন। গত ২ এপ্রিল চলতি শিক্ষাবর্ষের মেডিক্যাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ইত্তেফাক/এসজেড