শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে

আপডেট : ০৬ মে ২০২১, ০৭:৪২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক বেনু কুমার দে। আগামী ৪ বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। আজ সকাল ১০ টায় তিনি দায়িত্ব গ্রহণ করবেন।

বুধবার (৫ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, আজকে আমরা মন্ত্রণালয় থেকে চিঠি পেয়েছি। রসায়ন বিভাগের অধ্যাপক বেনু কুমার দে কে উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া, এর মধ্যে তিনি অবসরে গেলেও পুনরায় উপ-উপাচার্য পদে থাকতে পারবেন।

ইত্তেফাক/বিএএফ