শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আন্তর্জাতিক মঞ্চে বুয়েটের মার্স রোভার দলের উদ্ভাবনী পুরস্কার জয়

আপডেট : ২৭ মে ২০২১, ১৭:০০

সর্বাধিক উদ্ভাবনী গ্যাস সংকোচন সিস্টেম তৈরি করার জন্য উদ্ভাবনী পুরস্কার জিতেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মার্স রোভার দল ইন্টারপ্ল্যানেটার। আন্তর্জাতিক প্ল্যানেটারি এয়ারিয়াল সিস্টেম চ্যালেঞ্জ (আইপিএস) ২০২১- তে অংশ নিয়ে তারা এ খেতাব অর্জন করেছে।

দক্ষিণ এশিয়ার মার্স সোসাইটি আয়োজিত এই ইভেন্টে কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই অংশগ্রহণ করার সুযোগ পায়। যেখানে তাদেরকে একটি সম্পূর্ণরূপে সজ্জিত মঙ্গল বায়বীয় সিস্টেমের (যানবাহন) ডিজাইন করতে বলা হয়। বুয়েটের দলটি বাংলাদেশে শীর্ষস্থান দখল করেছে এবং পুরো বিশ্বে তাদের অবস্থান অষ্টম।

‘প্রোপেলিং এক্সপ্লোরেশন বা অনুসন্ধান চালিত করা’ এই থিমে আয়োজিত এবারের ভার্চুয়াল আসরে মোট ২৬টি দল অংশ নিয়ে একে অপরের বিপক্ষে প্রতিযোগিতা করেছে। টিম ইন্টারপ্ল্যানেটারের সদস্যরা হলেন খন্দকার শিহাবুল হক, নাজিব চৌধুরী, রাফি বিন দস্তগীর, নাফিজ ইমতিয়াজ, মিশফাকুর রহমান, আরকেবিএম রিজমি, সৈয়দ তৌসিফ ইসলাম, ইয়ামিনুল হক, অজয় কুমার সরকার, অপূর্ব সরকার, ইমন রায় বাপ্পি, ফারসিয়া কাওছার চৌধুরী, ইনতেসার জাওয়াদ জয়গিদার, কুশল রায় প্রীতম, মোঃ আমিন হক, মোঃ রসুল খান হামিম, এস.এম. সাকিফ সানী, শরূপ চন্দ ও এম আবরার মুহিত।

তাদের তৈরি ড্রোন ‘নির্বিক ১.০’ মঙ্গলের বিভিন্ন কঠিন পরিস্থিতিতে তথ্য সংগ্রহের মাধ্যমে মহাজাগতিক গবেষণায় সহায়তা করতে সক্ষম। প্রকল্পের ডিজাইন করতে দলটির দুই সপ্তাহ সময় লেগেছে।

ইত্তেফাক/টিএ