শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কুবিতে সশরীরে চলমান সকল পরীক্ষা স্থগিত 

আপডেট : ২৫ জুন ২০২১, ১৭:৫৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সশরীরে চলমান সকল ধরনের পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার (২৫ জুন) বিকাল ৪ টায় একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া সভায় লকডাউনে আটকে পড়া শিক্ষার্থীদের পৌঁছে দিতে সকল বিভাগীয় শহরে বিশ্ববিদ্যালয়ের গাড়ি পাঠানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (২৪ জুন) পরিস্থিতি বিবেচনায় চলমান সকল ধরনের পরীক্ষা স্থগিত করার সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তাহের বলেন, পরীক্ষা কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। তিনি আরো বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে প্রায়োরিটির ভিত্তিতে স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা নেয়া হবে।স্নাতক চূড়ান্ত পরীক্ষা নেওয়ার দাবিতে কুবি শিক্ষার্থীদের মানববন্ধন 
এর আগে গত ১৩ জুন বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া বিভিন্ন অনুষদের আটটি বিভাগের বিভিন্ন বর্ষের এগারোটি চূড়ান্ত পরীক্ষা শুরু হয়।

ইত্তেফাক/এসজেড