শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আগস্টে হাবিপ্রবিতে শুরু হবে অনলাইনে পরীক্ষা

আপডেট : ১৬ জুলাই ২০২১, ০৯:০০

করোনা পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় অনলাইনেই পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিয়েছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে পরীক্ষা শুরু হবে।

বুধবার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ফজলুর রহমান। এদিকে সঠিকভাবে পরীক্ষা নেওয়ার লক্ষ্যে বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে অনলাইন পরীক্ষার ওপর তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। হাবিপ্রবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. রওশন আরা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার।

ইত্তেফাক/এমআর