শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভারী বর্ষণে চবিতে পাহাড় ধস

আপডেট : ৩০ জুলাই ২০২১, ১৫:৪৭

টানা ভারী বর্ষণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ফটক সংলগ্ন পাহাড় ধসে পড়েছে। শুক্রবার (৩০ জুলাই) ভোর রাতে এ ঘটনা ঘটে। বর্তমানে কাটাপাহাড় রাস্তাটি বন্ধ রয়েছে।

এ বিষয়ে প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া জানান, পাহাড় ধসের ফলে মোট ৫টি বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে ৩ টি পুরোপুরি ভেঙে গেছে এবং দুটি খুঁটি রাস্তার দিকে হেলে পড়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, পাহাড়ের উপর থেকে অনেক মাটি ধসে একটি গাছ রাস্তার উপর হেলে পড়েছে এবং মাটি ধসের ফলে রাস্তাটি পুরোপুরি ব্লক হয়ে গেছে।

বিদ্যুতের পিলার গুলো সরানোর কাজ চলছে। আজকের মধ্যে স্বাভাবিক হয়ে যেতে পারে বলে জানান তিনি।

ইত্তেফাক/এমএএম