শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের চলমান ছুটি ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি

আপডেট : ৩০ জুলাই ২০২১, ১৫:৩৮

সকল সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের চলমান ছুটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। শুক্রবার (৩০ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়- করোনা ভাইরাস সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষায় এই ছুটি বাড়ানো হয়েছে। এ সময় করোনা  থেকে সুরক্ষায় শিক্ষার্থীদেরকে নিজ নিজ বাসস্থানে অবস্থান করতে হবে। পাশাপাশি অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক সময়ে সময়ে জারীকৃত নির্দেশনা ও অনুশাসনসমূহ শিক্ষার্থীদের মেনে চলতে হবে। শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়টি অভিভাবকরা নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে নজর রাখবেন। 

সংশ্লিষ্ট  বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাদের শিক্ষার্থীরা যাতে বাসস্থানে অবস্থান করে নিজ নিজ পাঠচর্চা  করে সে বিষয়টি অভিভাবকের মাধ্যমে নিশ্চিত করবেন বলে বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

 

ইত্তেফাক/ইউবি