শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বশেমুরবিপ্রবিতে সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু 

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৩:০৪

দীর্ঘ ১৮ মাস পরে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে। তবে বন্ধ রয়েছে শিক্ষার্থীদের আবাসিক হলসমূহ।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ এবং সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হয়। এদিন আইন বিভাগ পরীক্ষামূলকভাবে সশরীরে ক্লাসের আয়োজন করে। 

সংশ্লিষ্ট বিভাগগুলোতে কথা বলে জানা যায়, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সশরীরে পরীক্ষায় অংশগ্রহণ করছেন। কঠোরভাবে মানা হচ্ছে স্বাস্থ্যবিধি। পরীক্ষার সাথে সংশ্লিষ্ট কেউ অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত চিকিৎসার জন্য সকল ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে আইন বিভাগে পরীক্ষামূলকভাবে সশরীরে ক্লাস নেওয়া হয়েছে। এসময় শিক্ষার্থীদের ফুল, কলম, চকলেট দিয়ে স্বাগত জানানো হয়।

ছবি: ইত্তেফাক

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার বলেন, ‘দু’টি বিভাগের চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা সশরীরে নেওয়া শুরু হয়েছে। অন্যান্য বিভাগগুলোও সশরীরে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সফলভাবে এ কার্যক্রম চললে ভবিষ্যতে অন্যান্য শিক্ষাবর্ষের ক্লাস-পরীক্ষা সশরীরে নেওয়া যাবে।’ 

হল খোলার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন বলেন, ‘এখনও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলার সিদ্ধান্ত হয়নি। আগামী ২৭ সেপ্টেম্বরের পরে এ বিষয়ে জানা যেতে পারে।’

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণের কারণে ২০১৯ সালের ১৮ মার্চ থেকে বশেমুরবিপ্রবির সকল কার্যক্রম বন্ধ করে শিক্ষার্থীদের হল ত্যাগের নোটিশ দেওয়া হয়েছিল। এরপর থেকে শিক্ষার্থীদের সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল।

ইত্তেফাক/এএএম