শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ১৭ অক্টোবর

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ০৯:১০

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে। প্রথমবারের মতো এই পরীক্ষায় অংশ নিচ্ছে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। গতকাল মঙ্গলবার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ভর্তি কমিটির সভায় ‘A’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা ১৭ অক্টোবর, ‘B’ ইউনিটের (মানবিক) পরীক্ষা ২৪ অক্টোবর এবং ‘C’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা ১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে শঙ্কা

গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্যাদি এ ওয়েবসাইটে (www.gstadmission.ac.bd) পাওয়া যাবে।

উপাচার্যরা জানিয়েছেন, করোনা সংক্রমণ কমে আসায় সরাসরি ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিকের সিলেবাসের আলোকেই ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

তথ্য অনুযায়ী, গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষার মাধ্যমে এক জন শিক্ষার্থী একটি বিভাগে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলে যোগ্যতা ও আসন অনুযায়ী যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন। তবে দেশের শীর্ষ পাঁচ বিশ্ববিদ্যালয় এই গুচ্ছ ভর্তিতে না আসায় আশানুরূপ আবেদন পড়েনি। প্রাথমিক বাছাইয়ের পর তিনটি বিভাগে প্রায় আড়াই লাখ শিক্ষার্থী ২২ হাজার আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেবেন।

ইত্তেফাক/এমআর