শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিশ্বসেরা গবেষকদের তালিকায় চবির ৫৬ শিক্ষক

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ০৩:৫১

সম্প্রতি চলতি বছরের বিশ্বসেরা গবেষকদের তালিকা প্রকাশ করেছে এডি সায়েন্টিফিক ইনডেক্স। এ তালিকায় স্থান পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫৬ জন শিক্ষক।

গবেষকদের গুগল স্কলারের রিসার্চ, প্রোফাইলের বিগত ৫ বছরের এইচ-ইনডেক্স, আই ১০ ইনডেক্স স্কোর এবং সাইটেশনের ওপর ভিত্তি করে তালিকাটি প্রকাশ করে এডি সায়েন্টিফিক ইনডেক্স। তালিকায় চবির গবেষকদের মধ্যে প্রথমে রয়েছেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলমগীর। দ্বিতীয় ও তৃতীয় অবস্থান রয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাত হোসেন এবং মেরিন সাইন্স ইনস্টিটিউটের অধ্যাপক এম শাহাদাত হোসাইন।

দ্বিতীয় অবস্থানে থাকা অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাত হোসেন দৈনিক ইত্তেফাককে বলেন, গবেষণায় আমাদের শিক্ষকরা ভালো করছেন এটা ইতিবাচক। তবে আমরা যারা গবেষণা করি সেটা নিজেদের উদ্যোগেই করি। বিশ্ববিদ্যালয় থেকে তেমন সহযোগিতা পাই না। এদিকে আমাদের মনোযোগ দেওয়া দরকার। যারা গবেষণা করছেন তাদেরকে আমাদের উৎসাহিত এবং অনুপ্রাণিত করা দরকার।

এদিকে চবি শিক্ষকদের সাফল্যের খুশি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীরা। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান উন্নয়নে যা যা প্রয়োজন সব করা হোক। এতে করে বাড়বে শিক্ষার মান, বিশ্ব দরবারে উঁচু হবে বিশ্ববিদ্যালয়ে নামও। বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থী আতকিয়া সুবাত দৈনিক ইত্তেফাককে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যায়ে গবেষণার গুরুত্ব যেমন বলা বাহুল্য তেমনি শিক্ষার্থী পর্যায়ে গবেষণার সংযুক্ততা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদেরও গবেষণার প্রতি আগ্রহ সত্যিই প্রশংসনীয়। কর্তৃপক্ষের কাছে গবেষণা খাতে বরাদ্দসহ যাবতীয় সুযোগ সুবিধা বৃদ্ধি করার দাবি থাকবে একজন শিক্ষার্থী হিসেবে।

৬ পদে জনবল নিচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

তালিকায় পর্যায়ক্রমে স্থান পাওয়া চবির অন্যান্য গবেষকরা হলেন, এম জামাল উদ্দীন আহমেদ, রেজাউল আজিম, আতিয়ার রাহমান, একেএম মাইনুল হক মিয়াঁজি, ফাহিম ইরফান আলম, মোহাম্মদ মোশারফ হোসাইন, দানেশ মিয়া, এসএম শরিফুজ্জামান, এসএম আবু কাউসার, মীর মুহাম্মদ নাসির উদ্দীন, ফজলুল কাদের, আদনান মান্নান, শেখ বখতিয়ার উদ্দীন, আবু শাদাত মোহাম্মদ নোমান, মোহাম্মদ মাহবুবুল মতিন, মোহাম্মদ নাসির উদ্দীন, শামিম আখতার, আফতাব উদ্দীন, ইয়াসমিন আলী, আমিনুল ইসলাম চৌধুরী, সাইদুর রহমান চৌধুরী, নিজাম আহমেদ, মোহাম্মদ মুরশেদুল হক, মোশারফ হোসেন ভুঁইয়া, আখতার হোসেন, শহীদুর রহমান, মোহাম্মদ মনিরুল ইসলাম, হানিফ সিদ্দিকী, মোহাম্মদ কামরুল হোসাইন, মোহাম্মদ নুরুল আজীম শিকদার, মোহাম্মদ মোরশেদুর রহমান, আখতার হোসাইন, শেখ আফতাব উদ্দীন, মোহাম্মদ আল-ফোরকান, ফয়সাল ইসলাম চৌধুরী, রুদ্র প্রতাপ দেবনাথ, মোহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, আলক পাল, নিহাদ করিম চৌধুরী, রাসেদ রাফি, শ্রীকান্ত চৌধুরী, এসএম রফিকুল ইসলাম, তৌহিদ হোসাইন, আলী আহমেদ, শামিনা ফেরদৌসি, লোলো ওয়াল মারজান, লায়লা খালেদা, আব্দুল্লাহ আল ফারুক, মোহাম্মদ আতিকুর রহমান।

উল্লেখ্য, এডি সায়েন্টিফিক ইনডেক্সের তালিকায় বিশ্বসেরা গবেষক রয়েছেন মোট ৭০৯৩৮৯ জন। বাংলাদেশ থেকে ১৭৯৪ জন গবেষক এ তালিকায় স্থান পেয়েছেন।  র‍্যাঙ্কিংয়ে ১২টি ক্যাটাগরিতে বিশ্বের ২০৬টি দেশের গবেষকদের তালিকা প্রকাশ করা হয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি