শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঢাকায় প্রশিক্ষণে থেকেও হল প্রভোস্টের দায়িত্বে বেরোবির সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা!

আপডেট : ২২ মার্চ ২০১৯, ১৬:১০

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করে ছয় মাসের বুনিয়াদি প্রশিক্ষণে ঢাকায় অবস্থান করছেন নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণ। এরমধ্যে দুই শিক্ষক পেয়ে গেছেন দুটি হলের সহকারী প্রভোস্টের দায়িত্ব। সিনিয়র শিক্ষকদের উপেক্ষা করে প্রশিক্ষণরত নবীন শিক্ষকদের হলের দায়িত্ব দেওয়ায় ক্যাম্পাসে তীব্র সমালোচনা চলছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ১১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৫৯তম সিন্ডিকেট সভায় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ পান মো. আব্দুল্লাহ আল মাহবুব এবং একই সিন্ডিকেটে ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে নিয়োগ পান মোছা. ইমরানা বারী। তারা উভয়েই বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন ১২ ডিসেম্বর। ওই মাস থেকেই জুন পর্যন্ত তারা ঢাকায় অংশ নিচ্ছেন ছয় মাস মেয়াদী বুনিয়াদি প্রশিক্ষণে।

কিন্তু পাঠদানে অংশ না নিয়েই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তফা কামাল স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে গত ৫ মার্চ দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল্লাহ আল মাহবুব নিয়োগ পান শহীদ মুখতার ইলাহী হলের সহকারী প্রভোস্ট হিসেবে। সেইসঙ্গে ইংরেজি বিভাগের প্রভাষক মোছা. ইমরানা বারী গত ৭ মার্চ নিয়োগ পান শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সহকারী প্রভোস্ট হিসেবে। সিনিয়র শিক্ষক থাকা সত্ত্বেও সদ্য নিয়োগপ্রাপ্তদের প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়ায় শিক্ষকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করেছে।

শহীদ মুখতার ইলাহী হল সূত্র জানায়, হলটিতে দায়িত্বে রয়েছেন একজন প্রভোস্ট এবং সাতজন সহকারী প্রভোস্ট। এরমধ্যে গত ৫ মার্চ আব্দুল্লাহ আল মাহবুব হলের দায়িত্ব নিয়েছেন। তবে তাকে চেনেই না হলের আবাসিক শিক্ষার্থীরা।

হলটির আবাসিক শিক্ষার্থীরা বলছেন, ‘হলের ফান্ড না থাকায় বেতন না পাওয়া ডাইনিং কর্মচারীরা ডাইনিং বন্ধের হুমকি দিচ্ছে সাত মাস ধরে। কিন্তু সেদিকে নজর না দিয়ে নামকাওয়াস্তে সহকারী প্রভোস্ট নিয়োগে মনোযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের। ঢাকায় থাকায় এসব শিক্ষকদের কেউ চেনে না। হলগুলোর কি তাহলে ঢাকায় কোনো শাখা রয়েছে?’

শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট মো. ফেরদৌস রহমান বলেন, ‘উপাচার্য নিয়োগ দেন সহকারী প্রভোস্ট। তাই আমাদের কিছু করার নেই।’

এদিকে গত ৭ মার্চ নিয়োগ পেয়েছেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সহকারী প্রভোস্ট মোছা. ইমরানা বারী। তিনিও ঢাকায় প্রশিক্ষণে রয়েছেন। প্রশিক্ষণে থেকে কিভাবে হলের দায়িত্ব পালন করছেন জানতে চাইলে হলটির প্রভোস্ট ড. সরিফা সালোয়া ডিনা বলেন, ‘এটা নিয়ে নিয়োগকর্তাকে প্রশ্ন করুন।’

নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন জ্যৈষ্ঠ শিক্ষক জানান, ‘অবিবেচনাপ্রসূত দায়িত্ব প্রদান উপাচার্যের চরম উদাসিনতার বহিঃপ্রকাশ। লিয়াজোঁ অফিসের নামে তিনি নিজেই দিনের পর দিন ঢাকায় থাকেন। তাই ঢাকায় থেকেই তিনি সব করতে চান।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খাইরুল কবীর সুমন বলেন, ‘উপাচার্যের এমন কর্মকান্ড বড়ই হাস্যকর। ঢাকায় প্রশিক্ষণে থেকেও কিভাবে হলের সহকারী প্রভোস্ট হওয়া যায়, এটা কেবল উপাচার্যই জানেন।’

আরও পড়ুনঃ চন্দনাইশে ২০ রাউন্ড ফাকা গুলিবর্ষণ! ১২টি খোসা উদ্ধার

সার্বিক বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহর মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।

ইত্তেফাক/নূহু