বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শিক্ষায় দুর্নীতি শূন্যের কোটায় আনতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ১৮:২৬

শিক্ষা ক্ষেত্রে সকল দুর্নীতি শূন্যের কোটায় আনার আহবান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, শেখ হাসিনা সরকার শিক্ষা বান্ধব সরকার। আমরা ক্ষমতায় এসে প্রতিটা উপজেলায় একটি করে কলেজ সরকারি করাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন নির্মাণ এবং শিক্ষা প্রতিষ্ঠান এমপিও করেছি।

শুক্রবার দুপুরে রাজশাহীর বাঘা উপজেলা সদরে অবস্থিত মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজের নতুন একাডেমিক ভবন উদ্বোধন পরবর্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

আরো পড়ুন: ঢাকায় প্রিয়াঙ্কার সঙ্গে রান্না শেখা

শাহরিয়ার আলম আরো বলেন, আমরা দুর্নীতিমুক্ত এবং যুগোপযোগী দক্ষ শিক্ষা ব্যবস্থা চালু করতে চাই। কারণ এই দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে উন্নত শিক্ষার কোন বিকল্প নাই। আমরা গত ১০ বছরে দেশের অনেক উন্নয়ন করেছি। আগামীতে আরো এগিয়ে যেতে চাই। 

তিনি আরো বলেন, আজকে রাষ্ট্রীয় কাজে আমার ঢাকায় থাকার কথা ছিল। কিন্তু  বাঘা কেন্দ্রীয় গোরস্থানের এই দোয়া-মাহফিলে না এসে পরলাম না। কারণ এখানে অনেক পরহেজগার মানুষ শায়িত আছেন।

ইত্তেফাক/জেডএইচ