বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

প্রত্যেক গ্রামে ‘আইসিটি ক্লাব’ তৈরি করা হবে:জুনাইদ আহমেদ পলক

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ১৭:০৯

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘বাংলাদেশের প্রত্যেক গ্রামে আইসিটি ক্লাব তৈরি করা হবে। যেখানে শিক্ষক-শিক্ষার্থীরা ছাড়াও স্কুল ছুটির সময় ঐ গ্রামের বেকাররা কম্পিউটারের ওপর প্রশিক্ষণ নিয়ে আত্মনির্ভরশীল হতে পারবে।’

শনিবার সকাল ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, এসডব্লিউই-আইআইসিটি ও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্দ্যোগে অনুষ্ঠিত ‘এলআইসিটি সাস্ট টিচ ফেস্ট’ এর ‘টেক টক উইথ পলক’ সেশনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, ‘বর্তমানে শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, গণিতের সঙ্গে কম্পিটার প্রোগ্রামিংও শিখতে হবে। তরুণদের চাকরির ওপর নির্ভরশীল না হয়ে নিজেরাই চাকরি দিতে পারবে এমনভাবে প্রস্তুতি নিতে হবে।’

অনুষ্ঠানে কথাসাহিত্যক ও গবেষক ড. মুহাম্মদ জাফর ইকবাল বর্তমান প্রজন্মের প্রতি অনেকটাই হতাশ হয়ে বলেন, ‘বর্তমান প্রজন্ম স্মার্ট ফোনের প্রতি অনেকটাই আসক্ত হয়ে পড়েছে। যেটা খুব ক্ষতিকর।’

অনুষ্ঠানের আহ্বায়ক কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে নবনিযুক্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, স্কুল অব এপ্লায়েড সায়েন্সেস এন্ড টেকনোলজির  ডীন অধ্যাপক ড. মুকিদ মোহাম্মদ মোকাদ্দেস, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রধান সহকারী অধ্যাপক আরিফ আহাম্মদ, ফেস্টের যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম খান, সহকারী অধ্যাপক আসিফ মো. সামির প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দুই দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশের ৫৪টি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ২০০টি দলের অন্তত ১০০০ প্রতিযোগী প্রোগ্রামিং, সফটওয়্যারসহ পাঁচটি প্রতিযোগিতায় অংশ নেয়। যেখানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিসহ মোট ৫৪টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়।

আরও পড়ুনঃ উল্লাপাড়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী পলাতক

তন্মধ্যে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় ১৬০টি দল, হ্যাকাথনে  ৩৬ টি দল, রোবোটিক্সে মেইজ সলভারে ১২টি দল ও রোবোফাইটে ১৬টি দল প্রতিযোগিতা করে।

ইত্তেফাক/নূহু