শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ফল প্রকাশের দাবিতে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন

আপডেট : ১২ মে ২০১৯, ১৮:০৪

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীরা দ্রুত ফল প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে। রবিবার দুপুর আড়াইটা থেকে ৪টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা এ কর্মসূচি পালন করে বাংলা বিভাগের ২০১৩-১৪ ও ১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, ‘৩০ মার্চে আমাদের পরীক্ষা শেষ হয়েছে। নিয়মানুযায়ী ৩০ কার্যদিবসের মধ্যে আমাদের রেজাল্ট প্রকাশের কথা। কিন্তু আড়াই মাস পরীক্ষা শেষ হলেও এখন পর্যন্ত রেজাল্ট পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরেই পাঠানো হয় নি। ফলে, আমরা কোন ধরনের চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছি না। এ সময় তারা বিভিন্ন শ্লোগান দেন।’

তারা আরও বলেন, ‘আমাদের সঙ্গে যারা এই বিশ্ববিদ্যালয়ের অন্য বিভাগে ভর্তি হয়েছিল তাদের মাস্টার্স শেষ হওয়ার পথে। অথচ আমাদের অর্নাস কবে শেষ হবে সেটাই অনিশ্চিত।’

আরও পড়ুনঃ লিবিয়াতে নৌকাডুবিতে কুলাউড়ার শামীমের মৃত্যু

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. পরিমল চন্দ্র বর্মনের কাছে জানতে চাইলে  তিনি এ বিষয়ে কোনো  মন্তব্য করতে রাজি হননি।

ইত্তেফাক/নূহু