মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ৮০ শতাংশই অকৃতকার্য

আপডেট : ১৯ মে ২০১৯, ১৬:৫৪

১৫তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষায় ১ লাখ ৫২ হাজার জন উত্তীর্ণ হয়েছেন। আর অকৃতকার্য হয়েছেন ৮০ শতাংশই পরীক্ষার্থী।

রবিবার এনটিআরসির ওয়েবসাইটে শিক্ষক নিবন্ধন প্রিলির ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় মোট ৮ লাখ ৭৬ হাজার ৩৩  জন অংশ নেন।

প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে স্কুল পর্যায়ের ৫৫ হাজার ৫৯৬ জন, স্কুল পর্যায় ২–এর ৪ হাজার ১২৯ এবং কলেজ পর্যায়ের ৯২ হাজার ২৭৫ জন রয়েছেন।

আরো পড়ুন: ‘চলমান মামলা নিয়ে সংবাদ প্রকাশে বাধা নেই’

এ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২৬ ও ২৭ জুলাই দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা দিতে হবে। এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শেষ ধাপে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।

প্রিলির ফল এনটিআরসির ওয়েবসাইট থেকে জানা যাবে। এ ছাড়া উত্তীর্ণ প্রার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল জানানো হয়েছে। এনটিআরসির ওয়েবসাইট লিংক: (ntrca.teletalk.com.bd)  

ইত্তেফাক/জেডএইচ